Pleiades Bangladesh Ltd.
English | বাংলা | 日本語
Pleiades Bangladesh Ltd.(facebook)   Pleiades Bangladesh Ltd.(google plus)   Pleiades Bangladesh Ltd.(twitter)

Apycom jQuery Menus
Inquery

প্রাতিষ্ঠানিক সেবা


ইনকর্পোরেশন ইন বাংলাদেশ



বাংলাদেশে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় মূলত জয়েন্ট স্টক কোম্পানিজ এবং ফার্মস্‌ (আরজেএসসি) -এ নিবন্ধের মাধ্যমে, এবং এর মালিকানা সম্পর্কিত বিষয়গুলো বাংলাদেশ সরকারের কোম্পানি আইনের উপর পূর্ণ দায়বদ্ধ।

যে বিষয়গুলোতে জোড় দিয়ে থাকি
আমরা প্রতিষ্ঠানের ইনকর্পোরেশনের উপর কাজ করি যা পরিচালিত হয় আইনগত ও কৌশলগত সহ সব ধরনের কর্পোরেট প্রক্রিয়ার মাধ্যমে। প্রধানত আমরা বিধিসম্মত উপায়ে পেপার্স তৈরী, আর্টিকেল/প্রবন্ধ তৈরী, স্মারকলিপি তৈরী এবং অন্যান্য স্থানীয় কাগজপত্রের ব্যবস্থা সহ নিরাপত্তার বিষয়েও সেবা দিয়ে থাকি। আমরা একদম স্ক্র্যাচ ফেজ বা গোড়া থেকে কাজ শুরু করি যার পরিসমাপ্তি ঘটে আপনার কাঙ্খিত কাঠামো গঠনের মাধ্যমে। আমরা ইতোমধ্যে বাংলাদেশে প্রতিষ্ঠিত বেশকিছু বহুজাতিক কোম্পানির জন্য সেবা প্রদান করেছি। আমাদের দ্বারা এর মধ্যেই যৌথ বিনিয়োগ এবং একক বিনিয়োগের আরোও কিছু কোম্পানিও প্রতিষ্ঠিত হয়েছে। সেট করে দিয়েছি অনেকগুলো বিদেশি কোম্পানিকেউ যারা বাংলাদেশে স্থায়ীভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। উদাহরণসরূপ বলা যায় লিমিটেড কোম্পানি, ব্রাঞ্চ অফিস, লিয়াজোঁ অফিস, ইত্যাদি।

•  ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট (টিন), ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট
   (আইআরসি), এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ইআরসি), ইনডেনটিং লাইসেন্স, কাস্টম বনডেড ও্যায়ারহাউজ লাইসেন্স, ইত্যাদি
    নিবন্ধন প্রক্রিয়ায় সহায়তা।

•  প্রবাসী কর্মীদের বৃত্তি অনুমতি প্রাপ্ত করার পদ্ধতি এবং নিরাপত্তা ক্লিয়ারেন্স ও ভিসা প্রাপ্তিতে সহায়তা।

• বিনিয়োগ বোর্ডে প্রোজেক্ট রেজিষ্ট্রেশন, রয়ালটি এগ্রিমেন্ট রেজিষ্ট্রেশন, টেকনিক্যাল এসিসটেন্স এগ্রিমেন্ট, ও বিনিয়োগ বোর্ডে
   ফরেন লোন এগ্রিমেন্টে সহায়তা প্রদান।

•  বৈদেশিক মুদ্রা লেনদেনের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমতি প্রাপ্ত করার পদ্ধতি এবং অভ্যন্তরস্থ / বাহ্যিক অর্থ (যেমন 18A, 18B
   ইত্যাদি)।

•  কর্পোরেট এবং ব্যক্তিগত ট্যাক্সের জন্য পরামর্শ প্রদান. কোম্পানী এবং ব্যক্তিগত উভয়ের জন্য ট্যাক্স পরিকল্পনা। ইনকাম ট্যাক্স
   রিটার্নস ও সংশ্লিষ্ট নথি প্রস্তুতকরণ।

•  সচিবালয় সেবা অর্থাৎ আরজেএসসি -র বিভিন্ন ধরনের সেবা যা ১৯৯৪ সালের কোম্পানি আইন মোতাবেক প্রদান করা হয়।

•  ভ্যাট, ভ্যাট রিটার্নস এবং এ সংক্রান্ত পরিষেবা।

•  আইএসও সম্পর্কিত পরামর্শ প্রদান ও টিকিউএমএস বাস্তবায়ন।

• আর্থিক সিদ্ধান্তে এ্যাডভাইজিং, মূলধন ব্যবস্থাপনা এবং বাজেটে নিয়ন্ত্রণ। স্ট্রাকচারিং এবং ফিনানসিয়াল ইঞ্জিনিয়ারিং -এ সহায়তা।

•  একাউন্টিং সেবা-প্রস্তুতকরণ ব্যবস্থাপনা।

• ব্রাঞ্চ/ লিয়াজোঁ অফিসের জন্য প্রয়োজন সাপেক্ষে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ত্রৈমাসিক স্টেটমেন্টসের ব্যবস্থা।

•  একাউন্টিং সিস্টেম এবং ম্যানুয়াল ডেভেলপমেন্ট।

•  বার্ষিক বিধিবদ্ধ অডিট ম্যানেজিং।

•  অভ্যন্তরীণ অডিট, ম্যানেজমেন্ট অডিট ও স্পেশাল ইনভেস্টিগেশন।

•  ম্যানেজমেন্ট কনসালটেন্সি ও সাংগঠনিক কনসালটেন্সি।

•  এইচআর কনসালটেন্সি বা মানব সম্পদ বিষয়ক পরামর্শ।

•  সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ইনস্টলেশন ( একাউন্টস, প্রশাসন, ইনভেন্টরি ইত্যাদি)।

আমাদের শক্তি
আমরা বিনিয়োগ বোর্ড, আরজেএসসি -তে বিশেষজ্ঞ। বাংলাদেশের স্থানীয় আইন-কানুনের উপর ভিত্তি করে আমরা কাগজপত্র প্রস্তুত করি। আমরা পাবলিক লিঃ কোম্পানি(পিএলসি), প্রাইভেট লিঃ কোম্পানি (এলটিডি. লিমিটেড) এবং যৌথ বিনিয়োগের কোম্পানির জন্য কাজ করছি।

ইতোমধ্যে সম্পন্ন কাজগুলো
বহুজাতিক কোম্পানিগুলোর জন্য ইনকর্পোরেশন সম্পর্কিত অনেক ধরনের সেবা দিয়ে আসছি। যেমন,

  • আজিনোমোতো বাংলাদেশ লিঃ
  • বাংলাদেশ-হোন্ডা প্রাইভেট লিঃ
  • কটবুকি বাংলাদেশ লিঃ
  • রোহতো-মেনথলাটুম (বাংলাদেশ) লিঃ
  • সেইকো স্প্রিং লিঃ


  • অফিস ব্যবস্থা



    আমরা ঢাকা শহরের কেন্দ্রে অফিস স্থাপনায় সহায়তা সহ অফিসের অভ্যন্তরীন নকশা, অফিস বিন্যাস ব্যবস্থা এবং নতুন অফিসের জন্য অনুসন্ধান কাজও করে থাকি।

    যে বিষয়গুলোতে জোড় দিয়ে থাকি
    প্রথম আমরা আপনার পছন্দসই এলাকায় জন্য অফিস অনুসন্ধান করি। তারপর অফিসের মালিকের সাথে আলোচনা, আলোচনার মাধ্যমে ভাড়া ঠিক করা, এবং চুক্তি স্বাক্ষর সহ সব প্রক্রিয়া সম্পন্ন করি। আমাদের কাজের ধরনগুলো নিম্নরূপ।
  • অফিস বিন্যাস
  • অভ্যন্তর নকশা
  • উপাদান সংগ্রহ
  • বিকল্প ক্রয়








  • এছাড়াও আপনার তাৎক্ষনিক চাহিদার উপর ভিত্তি করে চুক্তির মাধ্যমে অন্যান্য সেবাও দিয়ে থাকি।

    আমাদের শক্তি
  • অফিস ব্যবস্থাপনায় জোড়ালো তথ্য ভান্ডার
  • স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ভালো সম্পর্ক
  • ভালো কাজের অভিজ্ঞতা





  • ইতোমধ্যে সম্পন্ন কাজগুলো
    আমরা নিচে দেওয়া কোম্পানিগুলোর জন্য অফিসের ব্যবস্থা করেছি:
  • রোহতো ফার্মাসিউটিক্যাল কোং
  • কটবুকি বাংলাদেশ লিঃ
  • আজিনোমোতো বাংলাদেশ লিঃ
  • বাংলাদেশ-হোন্ডা প্রাইভেট লিঃ








  • ভেইকেল লিজ/ যানবাহন ব্যবস্থা



    আমরা আপনার কর্পোরেট সেবার উদ্দেশ্যে দীর্ঘমেয়াদী চুক্তি সাপেক্ষে গাড়ির ব্যবস্থা করি। আপনার চাহিদা অনুযায়ী যে কোন ধরনের আধুনিক ব্র্যান্ডের গাড়ির ব্যবস্থাও আমরা করে থাকি। এই বিষয়টিতে মানের ব্যবস্থা নিয়ে আপনাকে দুঃচিন্তা না করলেও হবে, কারণ আমরা আপনাকে এর সবোর্চ্চ সেবাই দিয়ে থাকি।

    আমাদের যানবাহনসমূহ

  • সেডান কার
  • ফোর ডব্লিউডি
  • মাইক্রো বাস
  • মিনি বাস
  • বাস








  • আমাদের শক্তি
  • ব্যাকআপ পরিষেবা
  • আমাদের বিশেষজ্ঞ আছে
  • দীর্ঘ সময়ের অভিজ্ঞতা







  • আমাদের গ্রাহকগণ
    নিম্নবর্ণিত কোম্পানিসমূহের জন্য আমরা যানবাহনের সেবা দিয়ে আসছি:
  • কটবুকি বাংলাদেশ লিঃ
  • নিপ্পন স্টিল লিঃ
  • আজিনোমোতো বাংলাদেশ লিঃ


  •     আমাদের কথা | যোগাযোগ | গুরুত্বপূর্ণ সংবাদ

          কপিরাইট © ২০১৩ - ২০১৪; প্লিয়াদিশ বাংলাদেশ লিঃ, সর্বস্বত্ত্ব সংরক্ষিত | ডিজাইন- প্লিয়াদিশ আইটি

    Back to Top